বুনিয়াদ ঋণ কর্মসূচী
ভূমিকাঃ ১৯৯৩ সালে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ঋণ সহায়তায় সেপ্টেম্বর ২০০৫ সাল থেকে সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী শুরু করে। এরপর থেকে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ঋণ সহায়তা ও দিকনির্দেশনায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মধ্যে এই ঋণ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করে আসছে।বর্তমানে সংস্থার কর্মএলাকায় ১৬ টি শাখা এর মাধ্যমে বুনিয়াদ নামে এই ঋণ কর্মসূচী বাস্তবায়ন করছে।৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ১১৮২ টি সমিতিতে ২৬৭৯ জন সদস্য ও ২১২৮ জন ঋণীর মধ্যে সঞ্চয় জমা ও ক্ষুদ্র অর্থায়ন পরিচালিত হচ্ছে। ৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ১১৮২ টি সমিতির ২৬৭৯ জন সদস্য ও ২১২৮ জন ঋণীর মধ্যে ৫৩,০৮০,৩৭৯/- টাকা ঋণস্থিতি রয়েছে। বুনিয়াদ সদস্যদের ২২৫০২৮৬৩ /-টাকা সঞ্চয়স্থিতি ঋণ কর্মসূচীর মধ্যে রয়েছে।
ঋণের খাত সমূহঃ
উৎপাদন মুখী প্রকল্প, প্রক্রিয়া জাত প্রকল্প, আয়বর্ধন মূলক প্রকল্পসেবা খাত ট্রেডিং খাতকৃষিখাত, ব্যবসা খাত সমূহ।
ঋণের সিলিং ও মেয়াদঃ বর্তমান অগ্রসর ঋণ কার্যক্রমে ঋণের সিলিং ০ হইতে ৬০,০০০/- টাকা। ১ম দফায় ঋণের সিলিং সর্বোচ্চ ৬০,০০০/- টাকা পর্যন্তদেয়া যাবে। প্রকল্পের ধরণ, পরিধি ও প্রকল্পে কাজের অভিজ্ঞতা বিবেচনা করে ঋণের সিলিং নির্ধারণ করতে হবে।
সার্ভিস চার্জঃ ঋণের মেয়াদ হবে ১ বছর থেকে ২ বছর । ২৪% ক্রমহ্রাসমান সার্ভিস চার্জসহ মাসিক কিস্তিতে ঋণ আদায় করতে হবে। কিস্তির সংখ্যা হবে ১ বছরে ১২টি, ১.৫ বছরে ১৮টি এবং ২ বছরে ২৪টি।পকেএসএফ, এমআরএ ও সংস্থার নির্দেশনাক্রমে ঋণের সার্ভিস চার্জ পরিবর্তন হতে পারে।