Sufolon

পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ঋণ সহায়তায় জুলাই ২০০৭ সাল থেকে সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী সুফলন ঋণ কর্যক্রম শুরু হয়।জাগরণ ঋণ কর্মসূচী ঋণী সদস্যদের মৌসুমী ভিত্তিক উৎপাদনমূখী আয়বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে বিকল্প অধিক আয় সৃষ্টির লক্ষ্যে সংস্থা সুফলন ক্ষুদ্র আর্থায়ন কর্মসূচী বাস্তবায়ন করছে।ফল,শাকসবজী,রবিশস্য চাষাবাদ গুরু মোটাজাত করণ কর্মকান্ডের উপর এই ঋণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।বর্তমানে সংস্থায় সূফলন নামে এই ঋণ কর্মসূচী বাস্তবায়ন করছে।৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ,৭৩৯ জন ঋণীর মধ্যে৬৯,৮৫০,৪৭৪/- টাকা ঋণস্থিতি রয়েছে।