পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ঋণ সহায়তায় জুলাই ২০০৭ সাল থেকে সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী সুফলন ঋণ কর্যক্রম শুরু হয়।জাগরণ ঋণ কর্মসূচী ঋণী সদস্যদের মৌসুমী ভিত্তিক উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে বিকল্প ও অধিক আয় সৃষ্টির লক্ষ্যে সংস্থা সুফলন ক্ষুদ্র আর্থায়ন কর্মসূচী বাস্তবায়ন করছে।ফল,শাকসবজী,রবিশস্য চাষাবাদ ও গুরু মোটাজাত করণ কর্মকান্ডের উপর এই ঋণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।বর্তমানে সংস্থায় সূফলন নামে এই ঋণ কর্মসূচী বাস্তবায়ন করছে।৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ৩,৭৩৯ জন ঋণীর মধ্যে৬৯,৮৫০,৪৭৪/- টাকা ঋণস্থিতি রয়েছে।