Microenterprise Development Project (MDP)

অগ্রসর (এম.ডি.পি) ঋণের খাত/প্রকল্প সমুহ

 

ক. ফিসারিজ, (মাছ চাষ, মাছের খাদ্য, মাছ বিক্রয়, মাছ ধরার উপকরণ তৈরী ও প্রক্রিয়াজাতকরণ এর সাথে জড়িত সকল ব্যবসা)

খ. লাইভস্টক (গরু মোটাতাজাকরণ, গাভি পালন, ছাগল পালন, দুধ ও দুধ প্রক্রিয়াজাতকরণ সকল ব্যবসা)

গ. এগ্রিকালচার (শুধু তরমুজ চাষ)

ঘ. এছাড়াও প্রকল্প অন্তর্ভূক্ত অন্যান্য খাত/প্রকল্প সমূহ।

 

ঋণের সিলিং ও মেয়াদঃ বর্তমান ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমে অগ্রসর ও এম.ই ঋণের সিলিং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) হইতে ১০,০০,০০০ (দশলক্ষ) টাকা, অগ্রসর এম.ডি.পি ঋণ কার্যক্রমে ঋণের সিলিং ১০০,০০০(এক লক্ষ) হইতে ২৫,০০০০০ (পচিঁশ লক্ষ) টাকা এবং অগ্রসর রেইজ ঋণ কার্যক্রমে ঋণের সিলিং ৫১০০০ (একান্ন হাজার) হইতে ৭০০০০০ (সাত লক্ষ) টাকা। প্রকল্পের ধরণ ও ঋণী যোগ্যতা বিবেচনা সাপেক্ষে ঋণের সিলিং নির্ভর করবে। ১ম দফায় ঋণের সিলিং সর্বোচ্চ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা পর্যন্তদেয়া যাবে। প্রকল্পের ধরণ, পরিধি ও প্রকল্পে কাজের অভিজ্ঞতা বিবেচনা করে ঋণের সিলিং নির্ধারণ করতে হবে।

 

সার্ভিস চার্জঃ ঋণের মেয়াদ হবে ৬ মাস থেকে ২ বছর । ২৪% ক্রমহ্রাসমান সার্ভিস চার্জসহ মাসিক কিস্তিতে ঋণ আদায় করতে হবে। কিস্তির সংখ্যা হবে ৬মাসে ৬টি, ১ বছরে ১২টি, ১.৫ বছরে ১৮টি এবং ২ বছরে ২৪টি। অগ্রসর রেইজ এর ১৮% ক্রমহ্রাসমান সার্ভিস চার্জসহ মাসিক কিস্তিতে ঋণ আদায় করতে হবে। পিকেএসএফ, এমআরএ ও সংস্থার নির্দেশনাক্রমে ঋণের সার্ভিস চার্জ পরিবর্তন হতে পারে।

 

ঋণের আদায় পদ্ধতিঃ

অগ্রসর ঋণ প্রদানের পর সিনিয়র অফিসার (এন্টারপ্রাইজ)/ক্রেডিট অফিসার নিয়মিত ঋণীর প্রকল্প ফলো-আপ করবেন। ঋণীর সহিত নিয়মিত যোগাযোগ ও দেখা করে পরামর্শ প্রদান করবেন।

ঋণের মেয়াদ হবে ৬ মাস থেকে ২ বছর । ২৪% ক্রমহ্রাসমান সার্ভিস চার্জসহ মাসিক কিস্তিতে ঋণ আদায় করতে হবে। কিস্তির সংখ্যা হবে ৬মাসে ৬টি, ১ বছরে ১২টি, ১.৫ বছরে ১৮টি এবং ২ বছরে ২৪টি। পিকেএসএফ, এমআরএ ও সংস্থার নির্দেশনাক্রমে ঋণের সার্ভিস চার্জ পরিবর্তন হতে পারে।

ঋণের কিস্তি ঋণ প্রদানের ৩০ দিন পর থেকে মাসিক হারে আদায় করা হবে। ছুটির তারিখে আদায়যোগ্য ঋণ থাকলে আগের দিন বা খোলার তারিখে সিডিউল মোতাবেক আদায় করতে হবে, যা ঋণ প্রদানের সময়ে সিডিউল ভূক্ত করা হবে।

একক ঋণীগন তাদের সিডিউল অনুযায়ী সংস্থার শাখা অফিসে এসে অথবা শাখার ব্যাংক হিসাব নাম্বারে তাদের কিস্তির টাকা ও সঞ্চয় জমা করবেন এবং সিনিয়র অফিসার (এন্টারপ্রাইজ)/শাখা হিসাবরক্ষক/ক্রেডিট অফিসারকে জমা রসিদ দিয়ে টাকা পাশবইতে এন্ট্রি করে নিবেন। সিনিয়র অফিসার (এন্টারপ্রাইজ)/ক্রেডিট অফিসারের সাথে নগদ লেনদেন করবেন না। প্রয়োজনে বিকাশে টাকা শাখা অফিসে প্রেরণ করতে পারবেন সে ক্ষেত্রে বিকাশের খরচ ঋণীকে বহন করতে হবে। তবে গ্রুপের  সদস্যগণ তাদের সিডিউল মোতাবেক গ্রুপে  উপস্থিত হয়ে ক্রেডিট অফিসারের নিকট কিস্তির টাকা জমা দিতে পারবেন।

কার্যক্রমের ধরণ ও অভিজ্ঞতার উপর নির্ভর করে ঋণ প্রদান করা হবে।