জাগরণ ঋণ কর্মসূচি
ভূমিকা: ১৯৯৩ সালে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ঋণ সহায়তায় সংস্থার সর্ব প্রথম শুধুমাত্র গ্রামীণ ক্ষদ্রঋণ নামে ক্ষুদ্রঋণ কর্মসূচী শুরু করে। এরপর থেকে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ঋণ সহায়তা ও দিকনির্দেশনায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মধ্যে এই ঋণ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করে আসছে।বর্তমানে সংস্থার কর্মএলাকায় ৬২ টি শাখা এর মাধ্যমে জাগরণ নামে এই ঋণ কর্মসূচী বাস্তবায়ন করছে।৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ৪৩২৩ টি সমিতিতে ৬৪০৫৭ জন সদস্য ও ৪৪,৮০১ জন ঋণীর মধ্যে সঞ্চয় জমা ও ক্ষুদ্র অর্থায়ন পরিচালিত হচ্ছে।৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ৪৩২৩ টি সমিতির ৬৪০৫৭ জন সদস্য ও ৪৪,৮০১ জন ঋণীর মধ্যে ১,৬৩৮,৫৮৫,১৩৮/- টাকা ঋণস্থিতি রয়েছে। জাগরণ সদস্যদের ৯০৭৬৫০০১৬/- টাকা সঞ্চয়স্থিতি ঋণ কর্মসূচীর মধ্যে রয়েছে।
ঋণের খাত সমূহঃ
উৎপাদন মুখী প্রকল্পঃ - ক্ষুদ্র কুঠির শিল্প (কামার, কুমার, তাঁতশিল্প, ক্ষুদ্র গার্মেন্টস ইত্যাদি)
গরু মোটাতাজাকণ, গাভি পালন, পোল্ট্রি, মৎস্য খামার, লাইভ স্টক, নার্সারি ইত্যাদি।
ক্ষুদ্র ব্যবসা প্রকল্প, সেবা প্রকল্প।
প্রক্রিয়া জাত প্রকল্পঃ মাছের খাদ্য, গরুর খাদ্য, পোল্ট্রির খাদ্যসহ সকল প্রক্রিয়াজাতকরণ ব্যবসা হোটেল ব্যবসা।
আয়বর্ধন মূলক প্রকল্পঃ মুদি ব্যবসা
সেবা খাতঃ মেরামতকারি প্রতিষ্ঠান, ফার্মেসী
ট্রেডিং খাতঃ বাজারের যে কোন ধরনের বৈধ ব্যবসা। কৃষিখাত, ব্যবসা খাত সমূহ।
ঋণের সিলিং ও মেয়াদঃ বর্তমান অগ্রসর ঋণ কার্যক্রমে ঋণের সিলিং ০ হইতে ১০০০০০ (একলক্ষ) টাকা। ১ম দফায় ঋণের সিলিং সর্বোচ্চ ১০০০০০/- (এক লক্ষ) টাকা পর্যন্ত দেয়া যাবে। প্রকল্পের ধরণ, পরিধি ও প্রকল্পে কাজের অভিজ্ঞতা বিবেচনা করে ঋণের সিলিং নির্ধারণ করতে হবে।
সার্ভিস চার্জঃ ঋণের মেয়াদ হবে ১ বছর থেকে ২ বছর । ২৪% ক্রমহ্রাসমান সার্ভিস চার্জসহ মাসিক কিস্তিতে ঋণ আদায় করতে হবে। কিস্তির সংখ্যা ১ বছরে ১২টি, ১.৫ বছরে ১৮টি এবং ২ বছরে ২৪টি।পকেএসএফ, এমআরএ ও সংস্থার নির্দেশনাক্রমে ঋণের সার্ভিস চার্জ পরিবর্তন হতে পারে।